আদমদীঘিতে খালেদা জিয়ার সুস্থতায় মন্দিরে প্রার্থনা
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডহর পুর গ্রামে অবস্থিত চোরাচন্ডী কালী মন্দিরে মঙ্গলবার বেলা এগারো ঘটিকার সময় বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা এগারো ঘটিকার সময় উপজেলার ডহরপুর চোরাচন্ডী কালী মন্দিরে পূজা উদযাপন ফ্রন্ট এই বিশেষ প্রার্থনার আয়োজন করে।
আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ও সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কর্মকারের সভাপতিত্বে ও সদস্য সচিব অভিলাষ কুমার বর্মনের সঞ্চালনায় প্রার্থনায় পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী মৃণাল সরকার, কানাই চন্দ্র প্রামানিক, শ্রী হারান মহন্ত, এ্যাডভোকেট কৃষ্ণচন্দ্র রায়, মদনমোহন সরকার সহ ছয়টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।





