নবীনগরে গোলাগুলির ঘটনায় শালিসকারক সহ গ্রেফতার পাচঁ।
মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শুক্রবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খুরশীদ এ তথ্য জানান।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয় যাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির প্রবেশপথের সামনে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।
এতে রাব্বি (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সালিশের সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২/১২/২৪) আনুমানিক রাত ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মো. রাব্বি (২১) পিতা মো. হেলাল মিয়া, গ্রামের বাড়ি উপজেলা শাহবাজপুর । বর্তমানে তারা পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে থাকে।
নবীনগর হাসপাতাল থেকে তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. বিল্লাল হোসেন জানান- আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম গুলি শব্দ শোনে রাস্তায়বের হয়ে দেখি লম্বা ধরনের এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে, ঐ যুবককে কেউ চিনতে পারেনি। গুলিবিদ্ধ রাব্বিকে দ্রুত নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিক ভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সাথে কথা বলা যায়নি, তাকে দ্রুত কুমিল্লায় রেফার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়- পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালীস দরবার চলছিল। সেই সালিশ দরবারে রাব্বি ও তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিল। শালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি করা হয়।
নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়- “আহত যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে”।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়- ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, আশে-পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।




