পঞ্চগড়ে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে পঞ্চগড়ের জেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, পঞ্চগড় প্রেসক্লাব পুস্পস্তবক অর্পণ করে।
এসময় শহীদদের রুহের মাগফেরাদ কামনা করে মোনাজাদ করা হয়। জেলার সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাঈখুল ইসলাম প্রমুখ ।





