সারাদেশ

রায়গঞ্জে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভাইয়াগাঁতী পল্লীবিদ্যুৎ সংলগ্ন ঢাকা–বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোঃ আকবর হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত মোঃ আকবর হোসেন মনিপুর, মিরপুর, ঢাকা এলাকার বাসিন্দা। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো–হ–৩৫–৫৭৬৮।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আকবর হোসেন তার স্ত্রীকে নিয়ে ঢাকার দিক থেকে বগুড়ার পাঁচবিবির দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আকবর হোসেন লরির নিচে পড়ে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেছেন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সুরতহাল প্রতিবেদন প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,