শহিদ শামিমের নাম বুকে ধারণ করে স্কাইডাইভ দিলেন কালুখালীর সন্তান সার্জেন্ট আলমগীর
বোরহান উদ্দিন | কালুখালী, রাজবাড়ী
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় শহিদ হওয়া কালুখালীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় শহিদ সেনাসদস্যের স্মরণে ঢাকার আকাশে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিয়ে ঐতিহাসিক বিশ্ব রেকর্ড গড়েছেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন সাহসী স্কাইডাইভার।
স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী প্যারাসুটিং প্রদর্শনীতে তারা অংশ নেন। বিশ্বের সর্বাধিক সংখ্যক স্কাইডাইভার একযোগে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে এ বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়।
এই ঐতিহাসিক স্কাইডাইভে অংশ নেন রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান সার্জেন্ট আলমগীর হোসাইন। জাম্পের সময় তিনি বুকে ধারণ করেন শহিদ সৈনিক শামীম রেজার নাম এবং হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজের পতাকা। একইসঙ্গে তিনি সফলভাবে সম্পন্ন করেন তার ২০০তম স্কাইডাইভ জাম্প।
অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে মনোমুগ্ধকর মহড়া প্রদর্শন করে।
এ বিষয়ে সার্জেন্ট আলমগীর হোসাইন বলেন, “সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য শহিদ সৈনিক শামীম রেজার স্মরণে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আমাদের কালুখালী উপজেলার সন্তান—আমার গ্রামের পাশের গ্রামেই তার বাড়ি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
এই আয়োজন শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।




