পিরোজপুরে একরাতে সিঁধ কেটে ৫ বাড়িতে চুরি

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সিঁধ কেটে স্কুল শিক্ষকের বাড়ি সহ একরাতে একই গ্রামের পাঁচ বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের এ চুরি সংগঠিত হয়।
স্থানীয়রা জানান, উপজেলার গান্ডতা গ্রামের ইলিয়াছ হোসেন, নাসির আকন, ইব্রাহীম শেখ, রসময় ঘরামীর বাড়িতে চোররা গভীর রাতে ঘরে সিঁধ কেটে ও ইমরান শেখের ঘরের দরজা খুলে ভিতরে ডুকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্নালঙ্কার সহ দুই লাখ টাকার
মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী নাসির আকন জানান, তারা প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের পাশে সিঁধ কাটা। এসময় তার ঘরের ভিতরে রাখা মোবাইল ফোন, স্বর্ণের আংটি, নগদ টাকার খোঁজ নিলে দেখেন কিছু নেই।
এবিষয়ে কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।