বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, পঞ্চগড়ে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পন
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে ৫৫ তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টর ভবন চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে জেলা প্রশাসক কাজী মো.সায়েমুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ, পঞ্চগড় প্রেসক্লাব, পঞ্চগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডস ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পন করে।
এ সময় শহীদ বীরমুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। সকাল ৯ টায় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ১১ টায় মুক্তিযোদ্ধাদের সন্মাননা। তিন দিনব্যাপী বিজয় মেলা ও বিকালে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সন্ধ্যায় পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন।
বিভিন্ন হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারসহ ছিন্নমুল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করা।





