সারাদেশ

মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হচ্ছে। আজ মঙ্গলবার ভোরের আলো উদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি মাধ্যমে কর্মসুচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। পরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অন্যদিকে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিজয় মেলার আয়োজন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,