সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে মোটরসাইকেল–ট্রাকের সংঘর্ষে সেনা সদস্যসহ দুইজন গুরুতর আহত

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের (নম্বর: ঝিনাইদহ ল–১২৫০৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী গুরুতর আহত হন।
আহতদের মধ্যে আকরাম হোসেন (৩০) নামে একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মসলেম হোসেন। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,