শার্শায় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও নেশাজাতিয় সিরাপ সহ দুজন কে আটক করেছে-বিজিবি
জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা হিজলী ও বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ২,৬৭,১০০ টাকার ভারতীয় নেশাজাতিয় উইনরেক্স সিরাপ (ফেনসিডিলের বিকল্প) গাঁজা শাড়ী,কম্বল, শাল চাদর এবং কমেটিক্স সামগ্রী আটক করে। এসময় দুই জন চোরাচালানীকেও আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর বেনাপোল ও হিজলী বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য সামগ্রী সহ দুই জন চোরাচালানিকে আটক করে।
আটককৃতরা হলো যশোর জেলার ইসালী গ্রামের ইনামুল কবির এর ছেলে সৈকত বিন ইনামুল (৩৩) একই জেলার জোত রহিমপুর গ্রামের জাহিদ হাসান এর ছেলে জিসান (১৯)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়ন এর অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস লিষ্টে জানান, বিজিবি সীমান্তে নিয়মিত অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকার অংশ হিসেবে আজ নেশাজাতিয় সিরাপ,গাঁজা, শাড়ী,কম্বল, শাল চাদর এবং কমেটিক্স সহ দুজন চোরাচালানিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে চালান দেওয়া হবে।
স্থানীয় সুত্র জানায় ভারত থেকে আসা যে সব শাড়ী,কম্বল, শাল চাদর এবং কমেটিক্স আটক করা হয়েছে তা চোরাইপথে আসে না। এসব পণ্য পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে আটক করে।




