লক্ষ্মীছড়িতে আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা যুবদের সক্রিয় অংশগ্রহণে স্থানীয় উন্নয়নে নতুন গতি
খাগড়াছড়ি প্রতিনিধি | মোহাম্মদ রানা
লক্ষ্মীছড়ি উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহায়তায় এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পরিচালিত ‘আস্থা’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীছড়ি উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় যুব উন্নয়ন, স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে যুব সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার কার্যক্রম
লক্ষ্মীছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সুবিতা চাকমার সভাপতিত্বে সভার শুরু হয়। স্বাগত বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. আব্বাছ। সভাটি সঞ্চালনা করেন পপেন ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ও সাংবাদিক মোবারক হোসেন।
যুবদের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ
সভায় আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা যুব সমাজের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং আস্থা ইয়ুথ গ্রুপের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আনা সম্ভব এবং সরকারের বিভিন্ন সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা বলেন,
“পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সরকারের বিভিন্ন দপ্তরের সেবা পৌঁছে দিতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি যুবদের আরও সংগঠিত হয়ে সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দায়িত্বশীল যুব সমাজই পারে গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে।
আস্থা প্রকল্প সম্পর্কে
‘আস্থা’ প্রকল্প পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তরুণ প্রজন্মকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করতে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে যুবদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সভার সিদ্ধান্ত
সভায় চিংথৈউ মারমা, চিনয়ানু মারমা, সুজাত চাকমাসহ স্থানীয় যুব নেতৃবৃন্দ এবং আস্থা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে যুব উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করা হয় এবং পরবর্তী সভার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।




