দাওয়াতী মিশন নিয়ে পঞ্চগড়ে জাকেরপার্টি ছাত্রফ্রন্টের আলোচনা সভা
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
মহাপবিত্র বিশ্ব ইসলামী মহা সম্মেলন উপলক্ষে জাকের পার্টির ছাত্রফ্রন্টের দাওয়াতী মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শনিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে দাওয়াতী মিশন ও আলোচনা সভার আয়োজন করে জাকের পার্টি ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখা।
আগামী ১৭জানুয়ারী থেকে ২০ জানুয়ারি মহা পবিত্র বিশ্ব ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্ব জাকের মন্জিল বাইশরশি সদর ফরিদপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দাওয়াতী মিশন ও আলোচনা সভায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডঃ সায়েম আমীর ফয়সল। বিশন প্রধান হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টির ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। জাকের পার্টির ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখা কেন্দ্রীয় মিশন, আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার জাকের পার্টির সদস্য ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।




