ওসমান হাদি আগ্রাসন বিরোধী চেতনার প্রতীক:- প্রকৌশলী জয়নুল আবেদীন
চট্টগ্রাম প্রতিনিধি
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সেক্রেটারি ও আডিইবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেছেন, শহীদ ওসমান হাদি কেবল জুলাই যোদ্ধাই নন, তিনি এ দেশের আপামর জনতার হৃদয়ের নায়ক। দেশ ও জাতির বিরুদ্ধে সকল আগ্রাসনের বিরুদ্ধে যিনি ছিলেন অগ্রসেনানী, সেই শহীদ ওসমান হাদি আজ আগ্রাসন বিরোধী চেতনার প্রতীক। তিনি ঘুণেধরা সমাজব্যবস্থার ধ্বংসস্তূপ ভেঙে একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিজের জীবন উৎসর্গ করেছেন।
২০ ডিসেম্বর শনিবার, শোক দিবস উপলক্ষে পাঁচলাইশ থানা জামায়াতের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর জামায়াতের মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তার আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুফিজুল হক। তিনি শহীদের জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থানই ছিল শহীদ ওসমান হাদির জীবনের মূল দর্শন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৮নং শুলকবহর ওয়ার্ডের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আবুল কালাম থানা বায়তুলমাল সম্পাদক জাহান উদ্দীন, অফিস সম্পাদক আজীজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ অনুসরণ করেই একটি স্বাধীন, সার্বভৌম ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব।




