সারাদেশ

ভোটের অধিকার রক্ষায় লক্ষীছড়িতে সচেতনতামূলক আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ মোহাম্মদ রানা
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ভোটাধিকার ও গণতান্ত্রিক সচেতনতা জোরদার করতে ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর দেওয়ান পাড়া ও সাঁওতাল পাড়ায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার, নাগরিক দায়িত্ব ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড সরকারের বাংলাদেশ দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে পারলেই একটি শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে ভোটাধিকারভিত্তিক নাটিকা মঞ্চস্থ হয়, যেখানে জালভোট, ভয়ভীতি ও অনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনের বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়। এছাড়াও ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
কর্মসূচিতে জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি এক সচেতন নাগরিক মিলনমেলায় রূপ নেয়, যা এলাকায় ভোটাধিকার বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,