সারাদেশ

চুলকাটিতে জাগরণী চক্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্র কাটাখালী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে
সোমবার (২২ ডিসেম্বর) শাখা ব্যবস্থাপক আ: রশিদ খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুলকাটি প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি জিএম মিজানুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসের ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক অমিত কর বিলাশ,  বাগেরহাট জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ৬০ জন দরিদ্র ও অসহায় স্থানীয় সদস্যদের কম্বল বিতরণ করা হয়।
প্রচন্ড শীতের কষ্ট লাঘবে এ কম্বল বিতরণ করা হয়। জাগরণী চক্রের কার্যক্রম, সেবা ও মানবিক  বিষয়গুলিতে সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,