সারাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

নওগাঁ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের রামরায়পুর কৃষ্ণ মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে শৈলগাছী ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রঘুনাথ দাস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবন্ত প্রতীক। তিনবারের সফল প্রধানমন্ত্রীকে তাকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছিল, তার সুচিকিৎসার সুযোগ সীমিত করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বহু দলের, বহু ধর্মের মানুষের আশা-ভরসার নাম। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রার্থনা করছেন, এটা প্রমাণ করে তিনি শুধু একটি দলের নয়, সব ধর্ম–বর্ণের মানুষের আপন নেত্রী।
জাহিদুল ইসলাম ধলু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি আমাদের সুযোগ দেন, তাহলে সুশাসন প্রতিষ্ঠা, যুবকদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য এবং সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম অঙ্গীকার।
বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, তারেক রহমানের নিরাপদ দেশে ফেরা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ন-আহবায়ক মাসুদ হাসান তুহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,