ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ রানা মিয়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধিখাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার নতুন কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই সভায় সংগঠনের জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম কামরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শিক ছাত্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৈতিকতা ও দ্বীনি মূল্যবোধের ভিত্তিতে আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র সমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কাউসার আজিজী, সংসদ পদপ্রার্থী (২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা)। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক আন্দোলন, যা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আল আমিন মুজাহিদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ ইকবাল মাহমুদ। সভায় জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।
সভাশেষে আনুষ্ঠানিকভাবে নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজমুস সাকিব, সহ-সভাপতি নির্বাচিত হন এমডি আব্দুল্লাহ আল নুমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আতাউল্লাহ নোমান।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আল্লাহ তায়ালা যেন নবনির্বাচিত কমিটিসহ সকল নেতাকর্মীকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক দান করেন—এমন প্রার্থনা জানানো হয়। আমিন।




