মগাইছড়িতে আসসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার মগাইছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আসসুন্নাহ ফাউন্ডেশন। শীতের তীব্রতায় যখন দরিদ্র ও অসহায় মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই এই মানবিক উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তারা।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এলাকার গরিব, বৃদ্ধ, নারী ও শিশুদের হাতে কম্বল ও প্রয়োজনীয় শীতের পোশাক তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে অনেকেই জানান, এই সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া।
এলাকাবাসীরা বলেন, মগাইছড়ির মতো দুর্গম এলাকায় শীতের সময় দরিদ্র মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। এমন সময়ে আসসুন্নাহ ফাউন্ডেশন যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের প্রত্যাশা করেছেন তারা।




