সারাদেশ

নাগরপুরে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম (নাগরপুর) সংবাদাতাঃ সারাদেশে নানা আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর কুটুমবাড়ি রেস্টুরেন্টে বৈশাখী টেলিভিশনের সফলতা কামনায় দোয়া, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক  মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত খান, মো. শফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, বনগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ খিজির, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জামায়াত ইসলাম নাগরপুর উপজেলা শাখার ডাক্তার এম এ মান্নান, ইঞ্জিনিয়ার তারেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন স্তরের বৈশাখী টেলিভিশনের দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,