সারাদেশ

১০ বছরে নিজের জন্য নতুন জামা নেই,‘সুপারহিউম্যান’ সাবেক পুলিশ কনস্টেবল মুহাম্মদ শওকত হোসেন নোয়াখালী-৫ এ স্বতন্ত্র প্রার্থী।

জয়া হাসান, নোয়াখালী- নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের একাংশ) আসন দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির একটি ভিআইপি কেন্দ্র হিসেবে পরিচিত। এই আসন থেকে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ক্ষমতার এই লড়াইয়ের কেন্দ্রে এবার এসেছে এক ব্যতিক্রমী নাম—মানবিকতার প্রতীক, সাবেক পুলিশ কনস্টেবল মুহাম্মদ শওকত হোসেন।
নোয়াখালীর কবিরহাটের সন্তান মুহাম্মদ শওকত হোসেন একজন মুক্তিযোদ্ধার সন্তান। চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে তার বাবা তাকে ধৈর্য ধরার পরামর্শ দিতেন। বাবার সেই পরামর্শে পুলিশের চাকরি শুরু করেন তিনি। ২০০৫–২০০৯ সাল পর্যন্ত ঢাকায় কর্মরত ছিলেন এবং পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলি হন। পুলিশের চাকরির পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিসট্যান্ট এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্সে লেখাপড়া করেন, যাতে অসহায় রোগীদের সেবা আরও দক্ষভাবে করতে পারেন।
চট্টগ্রামে কর্মরত থাকাকালীন রাস্তায় স্বজনহীন বা মানসিক রোগীদের খবর পেলেই ছুটে যেতেন শওকত হোসেন। তাদের খাওয়াদাওয়া, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতেন। ইউনিট গঠনের আগেও তিনি নিজের টাকায় অসহায়দের সেবা দিতেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রোগীকে নিজ উদ্যোগে হাসপাতালে নিয়ে এসে সুস্থ করাতেন।
এই মানবিক কাজ করতে গিয়ে তার ব্যক্তিগত জীবন ছিল চরম ত্যাগে ভরা। তখন তার মূল বেতন ছিল মাত্র ২,৮৫০ টাকা, সব ভাতা মিলিয়ে ৫,০০০ টাকার বেশি নয়। বেতনের অর্ধেকেরও বেশি খরচ হতো অসহায় রোগীদের খাবার ও চিকিৎসার জন্য। দীর্ঘ ১০ বছরে নিজের জন্য একটি নতুন জামা পর্যন্ত কিনতে পারেননি তিনি। পারিবারিক বা অফিসের অনুষ্ঠানে সহকর্মীর পোশাক পরে যেতে হতো।
বর্তমানে পুলিশে নেই, তবে মানুষের পাশে দাঁড়ানোর কাজ থেমে যায়নি। সেই দীর্ঘ ত্যাগ ও নিঃস্বার্থ সেবা তাকে ‘সুপারহিউম্যান’ হিসেবে পরিচিত করেছে। এবার মুহাম্মদ শওকত হোসেন নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নোয়াখালী-৫ আসনে মোট ভোটার প্রায় ৪ লাখ ৯০ হাজার। পুরুষ ভোটার প্রায় ২ লাখ ৫৫ হাজার, নারী ভোটার প্রায় ২ লাখ ৩৬ হাজার। ১৩২টি ভোটকেন্দ্র নিয়ে গঠিত এই আসনে দীর্ঘদিন পর প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
এবারের নির্বাচনে অন্যান্য প্রার্থী হলেন:
বিএনপি ধানের শীষ প্রতীকে শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম, যিনি প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের রাজনৈতিক কার্যক্রম ও উন্নয়নমূলক কাজকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত।
জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ বেলায়েত হোসেন, যিনি কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এবং দলীয় ইমেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
জাতীয় নাগরিক পার্টি শাপলা কলি প্রতীকে আইনজীবী হুমায়রা নূর, নতুন মুখ হলেও পরিবারের এবং ব্যক্তিগত ইমেজের কারণে জনপ্রিয়তা আছে।
জাতীয় পার্টি থেকে সাবেক এমপি পরিবারের সন্তান ব্যারিস্টার তানভির আহমেদ রুবেল।
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন পাটোয়ারী, খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি) থেকে মাওলানা আলী আহম্মদ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) থেকে আলহাজ্ব মাওলানা আবু নাছের এ আসনে লড়বেন।
ক্ষমতার রাজনীতির পাশাপাশি এবার মানুষের পাশে দাঁড়ানো, নিঃস্বার্থ ত্যাগ ও মানবিকতার নাম—মুহাম্মদ শওকত হোসেন—নোয়াখালী-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভোটাররা এখন দেখবেন, ইতিহাস ও ক্ষমতার রাজনীতির মাঝে একজন ‘সুপারহিউম্যান’ কতোটা প্রভাব ফেলতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,