লক্ষীছড়ির নতুনপাড়ায় ভোররাতে ঘরের ভেতর থেকে লাল প্লাটিনা মোটরসাইকেল চুরি
মোঃ রানা মিয়া.খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
লক্ষীছড়ি উপজেলার নতুনপাড়া নামকস্থানে ভোররাতে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মোঃ সাহেব আলী জানান, রাত আনুমানিক ৪টার দিকে চোরেরা কৌশলে তার বসতঘরের ভেতরে প্রবেশ করে লাল রঙের একটি প্লাটিনা মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে ঘরের ভেতরে রাখা মোটরসাইকেলটি না দেখে তিনি বিষয়টি বুঝতে পারেন।
ঘটনার পর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হলেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। মোঃ সাহেব আলী বলেন, এখনো পর্যন্ত তিনি থানায় যোগাযোগ করেননি, তবে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসীরা জানান, ঘরের ভেতর থেকেও চুরির ঘটনা ঘটায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত চোর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




