চিলমারীতে “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত” সভাপতি এখতেখার উদ্দিন রাখী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির” নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৭শে ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাকক্ষে, ডাটিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির” নতুন কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, এখতেখার উদ্দিন রাখী (সহকারী শিক্ষক), সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, মিজানুর রহমান মিজান (সহকারী শিক্ষক), সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সাদেকুর রহমান (সহকারী শিক্ষক) সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আবু সায়েম মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নব গঠিত “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির” চিলমারী উপজেলা শাখার সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।




