মনোনয়ন পত্র জমা দিলেন লালমনিরহাট-১ আসেনর স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ
আবুহাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিহাব আহমেদ।
আজ ২৮ ডিসেম্বর (রবিবার) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গত ১০ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শিহাব আহমেদ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ সাংবাদিকদের বলেন, “আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। তবে আমার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাই আমি নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চাইছি।” তিনি আরও বলেন, “আমি বেকারদের কর্মসংস্থান নিয়ে কাজ করতে চাই। আমি সংসদ সদস্য হলে নিজে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না। আমি সবার জন্য কাজ করছি এবং বিজয়ী হলে সকল প্রার্থীকে সাথে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করবো।”
হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এই আসন থেকে এ পর্যন্ত মোট ১০ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তাদের মধ্যে ৭ জন দলীয় প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক বলেন, এখন পর্যন্ত শুধু স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।





