গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১০ জন প্রার্থী
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থীরা।
মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা’র কার্যালয়ে, সহকারি রিটানিং অফিসার ও সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন ১০ জন প্রতিদ্বন্দি প্রার্থী। এ বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শহিদুল ইসলাম।
মনোনয়নপত্র জমা দানকারী প্রার্থী হলেন – বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কাওসার (অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মঈনুর রাব্বী চৌধুরী রোমান, কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লা আদিল নান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা এটিএম আওলাদ হোসেন, গণ অধিকার পরিষদের প্রার্থী সুরুজ মিয়া,ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মোছাদ্দিকুল ইসলাম,এবি পার্টি মনোনীত প্রার্থী মনজুরুল হক সাচছা,এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেছে এস এম খাদেমুল ইসলাম খুদি ও আজিজুর রহমান বিএসসি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা’ গণমাধ্যমে জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দসহ নির্বাচনী কার্যক্রম চলবে।
উল্লেখ্য, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন। নারী ভোটারের সংখ্যা বেশি ৮ হাজার ৩৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯ জন।




