সারাদেশ

লক্ষীছড়িতে নারী শিক্ষায় নতুন অধ্যায়: পহেলা জানুয়ারি থেকে বালিকা বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু

মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় নারী শিক্ষার প্রসারে যুক্ত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই প্রথমবারের মতো পহেলা জানুয়ারি থেকে একটি বালিকা বিদ্যালয়ে নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা স্থানীয় শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
এতদিন লক্ষীছড়ির অনেক ছাত্রীকে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য উপজেলার বাইরে যেতে হতো। এতে একদিকে যেমন যাতায়াতের ঝুঁকি ছিল, অন্যদিকে পারিবারিক ও সামাজিক বাস্তবতায় অনেকের শিক্ষা মাঝপথেই থেমে যেত। নতুন এই বালিকা বিদ্যালয় চালুর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা নিজ এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু নয়; বরং এটি লক্ষীছড়িতে নারী শিক্ষার ভিত্তি আরও সুদৃঢ় করার একটি সময়োপযোগী পদক্ষেপ। স্থানীয় অভিভাবকরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং বিদ্যালয়টি মেয়েদের বিদ্যালয়মুখী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন।
সচেতন মহলের প্রত্যাশা, নিয়মিত ও মানসম্মত পাঠদানের মাধ্যমে বালিকা বিদ্যালয়টি লক্ষীছড়ির শিক্ষা অগ্রগতিতে দীর্ঘমেয়াদি অবদান রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,