মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। (৩০ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৩টা থেকে প্রায় সন্ধা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় ধাওয়া পাল্টা চলে। এই ঘটনায় দুই ঘন্টা ধরে ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সরদার ও হাওলাদার বংশের মধ্য বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার বিকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আতঙ্কে এলাকাবাসী নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নয়। পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা চলমান রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদা রফিক ভাবনা বলেন, মোস্তফাপুরে দুই পক্ষের সংঘর্ষের পুলিশ সেনাবাহিনী নিয়ে আমরা ঘটনার স্থানে অবস্থান রয়েছে। এটি একটি আধিপত্য বিস্তার ও অন্ত কোন্দলে এ সংঘর্ষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।




