মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ও এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আশরাফ ঢালী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিমল দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষ’সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থী ও বিদ্যালয়ের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক শেখ মনিরুল ইসলাম এর হাতে সম্মাননা স্মারক ও মূল্যবান বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।




