সারাদেশ

 শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করল সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

শ্যামনগর সিডিওর পরিচালক গাজী আল ইমরান জানান, গত তিন দিন আগে কে বা কাহারা এক অসুস্থ ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে চলে যায়। অসুস্থ ব্যক্তিটির বয়স অনুমান ৫০ বৎসর। মঙ্গলবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তিটি মারা গেলে তার লাশ দাফনের জন্য পরিবারের বা  কোন ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শ্যামনগর সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ বুধবার(৩১ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের চন্ডিপুর হাম্মাদিয়া মাদ্রাসার  মোহতামিম মাওছুফ সিদ্দিকী জামেআ হাম্মাদিয়ার সহায়তায় লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

জানা যায় অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় খুঁজে পেতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান পিআইবির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নিলেও আইডিকার্ড বা তার পরিচয় খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলামের পরামর্শক্রমে সিডিও ইয়ুথ টিমের সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন  আজ পর্যন্ত  করোনা কালীন ১১জন এবং মানসিক ভারসাম্যহীন/অজ্ঞাত ৬জন ব্যক্তিকে সিডিও ইয়ুথ টিমের মাধ্যমে দাফন ও সৎকার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,