লক্ষীছড়িতে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ।
মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
পাহাড়ি উপজেলা লক্ষীছড়িতে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে তাপমাত্রা কমে যাওয়ায় ঘন কুয়াশা ও শীতল বাতাসে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে দুর্গম এলাকার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন পার করছেন।
এই অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লক্ষীছড়ি উপজেলা প্রশাসন। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বুইক্কে ছড়া ও পূর্ব জুর্গাছড়ি এলাকায় প্রায় একশ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশ নেন।
উপকারভোগীরা জানান, পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি হওয়ায় এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। শীত মৌসুমে পাশে দাঁড়ানোর জন্য তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, শীতের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।




