দেবীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজে বই বিতরন উৎসব।
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে সারা দেশের ন্যায় বই বিতরন উৎসব পালন করা হয়েছে। ১ জানুয়ারি সকালে স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এ বই বিতরনের আয়োজন করা হয়। দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরনের উদ্ধোধন করেন।
এসময় দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য একেএম বজলুর রহমান, দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের
ইংরেজি বিভাগের বিভাগের প্রধান রাফিউদ্দারাজাত,
অতিথি শিক্ষক ও এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ঈতিশ চন্দ্র রায়, গনিত বিভাগের প্রধান
আব্দুর রহিম, বাংলা বিভাগের প্রধান অজয় চন্দ্র সিনহা, ফার্ম মেশিনারিজ ট্রেডের সাইফুল ইসলাম, ইলেকট্রনিক্যাল ট্রেডের মান্না হকসহ স্কুল এন্ড কলেজের বিভিন্ন শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বই বিতরন উৎসবে স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন ট্রেডের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই প্রদান করা হয়।
দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীতে ও ফার্ম মেশিনারিজ, ইলেকট্রিক্যালসহ চারটি ট্রেডে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।





