দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের দোয়া মাহফিল
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
বিএনপি চেয়ারপার্সন ও গণতন্ত্রের জননী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলনের পরিচালনায় এ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ বিপুল ইসলাম।
এসময় উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক ফিরোজ আহম্মেদ, আরিফ মুন্সি, আশরাফুল ইসলাম,হামিদুল ইসলাম, কিশোরগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল,মাহবুবর রহমান সহ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




