সারাদেশ

গণতান্ত্রিক পরিবেশে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম–এর দ্বি-বার্ষিক নির্বাচন (মেয়াদ ২০২৬–২০২৭) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র কক্সবাজার প্রতিনিধি স.ম. ইকবাল বাহার চৌধুরী এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি সরওয়ার আলম শাহীন।

কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএন-এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি হোবাইব সজীব।

এছাড়া দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দিদারুল করিম এবং

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আপনকণ্ঠের আলা উদ্দিন আলো ও কক্সবাজার কণ্ঠের কফিল বিন আমির।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) কক্সবাজার শহরের নিরিবিলিস্থ সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন সরওয়ার আলম শাহীন ও এম. দিদারুল করিম।

নির্বাচন চলাকালে ভোটার ও প্রার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কক্সবাজারে কর্মরত বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও ফোরামের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,