ঝিনাইদহে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ০৩ জানুয়ারি) বেলা ১১ টার সময় খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা কার্যালয় চাকলাপাড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হামিদুজ্জামান জলিল সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সবুজ মিয়া সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। মোঃ কামরুজ্জামান সিদ্দিকী সিনিয়র সহ-সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। মোহাম্মদ রুহুল আমিন সহ-সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা মোঃ তারিফ বিল্লাহ যুগ্মসাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। মোঃ সবুজ হোসেন সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। মোঃ মাকিবুল হাসান বাপ্পি সাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ সদর শাখা। মোঃ নিয়ামত উল্লাহ শিক্ষা বিষয়ক সম্পাদক খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, একজন মুসলমান হিসেবে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাত কামনা করি। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে।দোয়া-মোনাজাত পরিচালনা করেন মোঃ হামিদুজ্জামান জলিল সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




