সারাদেশ

রাজবাড়ীর ২টি আসনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫

বোরহান উদ্দিন (রাজবাড়ী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে দাখিল করা মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এসব তথ্য জানান।
যাচাই-বাছাই শেষে সংসদীয় আসন রাজবাড়ী-১-এ দাখিলকৃত চারজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে সংসদীয় আসন রাজবাড়ী-২-এ দাখিলকৃত ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রাজবাড়ী-১ আসনে বৈধ ঘোষিত ৪ প্রার্থী হলেন— বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস।
রাজবাড়ী-২ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী হারুন অর রশীদ, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন অর রশীদ, জাতীয় পার্টির মোঃ সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক মন্ডল, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) মোঃ মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,