সারাদেশ

বেনাপোলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে”আমাদের প্রেসক্লাব বেনাপোল”এর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে “আমাদের প্রেসক্লাব বেনাপোল”।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি,এম আশরাফ (দৈনিক যায়যায়দিন) , আমাদের প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, সহ সভাপতি জহিরুল ইসলাম রিপন ও
সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন
 এছাড়াও উপস্থিত ছিলেন সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, দৈনিক প্রতিদিনের কথা বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান,এনটিভি নিউজের শার্শা প্রতিনিধি হিরন আহম্মেদ, ভোরের দর্পণ-এর শার্শা প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর বেনাপোল প্রতিনিধি রাজু আহমেদ, বারোপোতা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংবাদিক হানজালা সহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি,এম আশরাফ (দৈনিক যায়যায়দিন) তার বক্তব্যে বলেন, আজকের এই দোয়া মাহফিল আমাদের শোক, শ্রদ্ধা ও মানবিক দায়বদ্ধতার অবস্থান থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে,বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এরপর সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি সাহসী ও প্রভাবশালী নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
দৈনিক প্রতিদিনের কথা বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের কোটি মানুষের আশা ও ভরসার প্রতীক। তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এমন একজন নেত্রীর প্রয়াণে দেশ একজন অভিভাবককে হারাল। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,