সারাদেশ

জয়পুরহাট চেম্বার অব কমার্সের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ৫ জানুয়ারি ২৬ইং
ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য-নির্বাচিত পরিচালনা পর্ষদ।
দ্বি-বার্ষিক মেয়াদ উপলক্ষে সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার দায়িত্ব হস্তান্তর করেন নব নির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু সহ কমিটির অন্যান্য  নির্বাচিতদের কাছে।
সোমবার (৫ জানুয়ারি ) দুপুরে জয়পুরহাট শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির  সহ – সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, সিনিয়ার যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়েতের আমির ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোমেন ফকির,চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,