নবীনগরে মায়ের মৃত্যুর ৫ দিনের কুলখানি অনুষ্টানের প্রস্তুতিকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু।
মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন (৪৬) নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আলিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নবীনগর থানার ওসি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। নিহত আবুল হোসেন পৌরসভার আলিয়াবাদ গ্রামের বজলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান,গত পাঁচদিন আগে তার মা মারা যায়।মায়ের কুলখানির জন্য বাড়িতে অনুষ্ঠান প্রস্তুতিকালে আবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেন।





