সারাদেশ

হাতীবান্ধায় মধ্যরাতে আ’লীগ নেতার বাড়িতে ওসি: ‘গোপন বৈঠক’ নাকি দাওয়াত

‎​আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাট:
‎লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মধ্যরাতে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সিন্দুর্ণা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজুর বাসভবনে এই ঘটনা ঘটে। তবে ওসির পক্ষ থেকে এটিকে সৌজন্য সাক্ষাৎ এবং গৃহকর্তার পক্ষ থেকে পারিবারিক দাওয়াত বলে দাবি করা হয়েছে।
‎​
‎​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের ‘ডামি’ প্রার্থী এবং একাধিক মামলার আসামি আমজাদ হোসেন তাজুর বাড়িতে বৃহস্পতিবার রাতে এক নৈশভোজের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, দাওয়াতের আড়ালে সেখানে আওয়ামী লীগের অন্তত ৬ জন প্রভাবশালী নেতা ওসির সঙ্গে গোপন বৈঠকে মিলিত হন। বৈঠকে হাতীবান্ধার বাসিন্দা কিন্তু জেলার বাইরে কর্মরত প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
‎​মধ্যরাতে আওয়ামী লীগ নেতার বাড়িতে পুলিশের ওসির উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানাজানি হওয়ার পর লোকজন জড়ো হতে থাকলে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ দ্রুত ওই স্থান ত্যাগ করেন।
‎​
‎​বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে আমজাদ হোসেন তাজুর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, “এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না। বাসায় একটি পারিবারিক অনুষ্ঠান ও দাওয়াত ছিল, সেখানে ওসি সাহেব আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন।”
‎​এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, ওই বাড়িতে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। মূলত সেই কর্মকর্তার সঙ্গে দেখা করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে গিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,