সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার শ্যামনগর উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রতিদ্বন্দী প্রার্থী সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির কাছে সঠিকভাবে উপহার দিতে হবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে ভূমিকা রাখার আহব্বান জানান।

বৃহস্পতিবার(৮ জানুয়ারী) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি জামায়াত দলীয় প্রার্থী গাজী নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ড.এম মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা, শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) পিয়ার উদ্দীন, মাওলানা আব্দুর রহমান, সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উপজেলা পরিষদের মতবিনিময়সভা শেষে জেলা প্রশাসক আফরোজা আখতার গাবুরা ইউপি সহ অন্যান্য এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন ও শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,