সারাদেশ

শ্যামনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার(১০ জানুয়ারী) সকালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ প্রমুখ। শিক্ষা সপ্তাহ উপলক্ষে কেরাত, হামদ, নাত, বাংলা ও ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, লোকনৃত্য, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, জারী গান, দেশাত্ববোধক গান, নির্ধারিত বক্তব্য, তাৎক্ষনিক অভিনয়,দেয়াল পত্রিকা সহ অন্যান্য বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার সরকারি ও বেসরকারী কলেজের শিক্ষকবৃন্দ বিচারক হিসাবে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,