ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পল্লী চিকিৎসক।
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
অবস্থায় আছে।শুক্রবার সন্ধ্যার পর ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বাদামতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসাইন শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে তিনি তার আত্মীয়কে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
আরাপপুর হাইওয়ে থানার ওসির সাথে কথা বললে তিনি জানিয়েছেন, মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। আরবপুর হাইওয়ে থানার ওসি সাহেব আরো বলেন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চিকিৎসা চলছে।
নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।




