শ্যামনগরে শ্রেষ্ঠ কলেজ সরকারি মহসীন কলেজ ও স্কুল বনশ্রী শিক্ষা নিকেতন
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ জাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে শ্যামনগর সরকারি মহসীন কলেজ, শ্রেষ্ঠ স্কুল বনশ্রী শিক্ষা নিকেতন ও শ্রেষ্ঠ মাদ্রাসা নওয়াবেকী বিড়ালাক্ষ্মী ফাযিল মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান, জাতীয় শিক্ষা সপ্তাহে বিচারকদের বিচারে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠত্ব নির্ণয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজ পর্যায়ে প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান অধ্যক্ষ শ্যামনগর সরকারি মহসীন কলেজ, স্কুল পর্যায়ে মোঃ আব্দুল করিম প্রধান শিক্ষক বনশ্রী শিক্ষা নিকেতন, মাদ্রাসা পর্যায়ে মাওলানা রফিকুল ইসলাম অধ্যক্ষ জয়নগর আমিদিয়া হামিদিয়া কামিল মাদ্রাসা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কলেজ পর্যায়ে ড.শেখ আফসার উদ্দীন, কৃষি বিভাগ, শ্যামনগর সরকারি মহসীন কলেজ, স্কুল পর্যায়ে কমলেষ চন্দ্র মন্ডল, আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা পর্যায়ে আলমগীর কবীর সহকারী অধ্যাপক আরবি,পাতাখালি ফাযিল মাদ্রাসা। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নিশিত কুমার রায়, শরীরচর্চা শিক্ষক নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ গালর্স ইন স্কাউট শিক্ষক মরিয়ম সিদ্দিকা, সহকারী শিক্ষক নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ গাল্স গাইডার লামিয়া রহমান, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী উৎসব মন্ডল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষার্থী কলেজ পর্যায়ে জেবা তাসনিয়া শ্যামনগর সরকারি মহসীন কলেজ, স্কুল পর্যায়ে আনিকা তাবাসুম নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে মোহনা পাতাখালী ফাযিল মাদ্রাসা। শ্রেষ্ঠ স্কাউট দল ও গাল্স গাইড দল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।




