সারাদেশ

ভূঞাপুরের সৌন্দর্য বৃদ্ধিতে বনজ, ফলজ ও ঔষুধি গাছ রোপন!

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে সৌন্দর্য বৃদ্ধিতে ও পরিবেশ সংরক্ষণে বনজ, ফলজ ও ঔষুধি সহ প্রায় ৪০টি প্রজাতির গাছ রোপন।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড গোল চত্ত্বর এলাকায় পৌর কর্তৃপক্ষের অর্থায়নে এ গাছ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে বিডি ক্লিন টাঙ্গাইল।
এই গাছরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, বিডি ক্লিন টাঙ্গাইলের অতিরিক্ত সমন্বয়ক মাহদী, জেলা সমন্বয়ক মির্জা মাসুদ, সহ সমন্বয়ক সাইম আকন্দ, লজিস্টিক সমন্বয়ক সিহাব জামিল, সমন্বয়ক (আইটি ও মিডিয়া) রাকিব হাসান, উপজেলা সমন্বয়ক আখি আক্তার, উপ সমন্বয়ক রুপম তালুকদার, সহ সমন্বয়ক মোবারক হোসেন, সমন্বয়ক (আইটি ও মিডিয়া) পিয়াল হাসান, লজিস্টিক সমন্বয়ক তৌফিকুর রহমান ও সৌখিন নার্সারি স্বত্বাধিকারী ইলিয়াস জামান সহ বিডি ক্লিন টাঙ্গাইলের সকল সদস্যরা।
বিডি ক্লিনের ভূঞাপুর উপজেলা সমন্বয়ক (আইটি ও মিডিয়া) পিয়াল হাসান জানান, সম্প্রতি উপজেলার বাসস্ট্যান্ড গোল চত্ত্বর এলাকায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভা কর্তৃপক্ষ। তারপর গোল চত্তরের সৌন্দর্য বৃদ্ধিতে “বিডি ক্লিন টাঙ্গাইল” এর উদ্দ্যোগে বনজ, ফলজ, ফুল ও ঔষধি সহ প্রায় ৪০ ধরনের গাছ রোপন করা হয়।
বিডি ক্লিন টাঙ্গাইলের অতিরিক্ত সমন্বয়ক মাহদী বলেন, “প্রতিটি গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নিরাপত্তা ও দায়িত্ব; এটি বাতাসকে শুদ্ধ করে, ভূমিধস প্রতিরোধ করে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখে।”পৌরসভা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকরণের পর এই কর্মসূচি গ্রহণ করা হয়। এখন বাসস্ট্যান্ড গোল চত্তর পরিষ্কার-স্বচ্ছন্দ পরিবেশে পরিণত হয়েছে, যা স্থানীয় মানুষের জন্য বিনোদন ও বিশ্রামের নতুন জায়গা হিসেবে পরিচিতি লাভ করবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, বাস্টট্যান্ড এলাকায় কিছু অবৈধ স্থাপনা এবং গাড়ি পার্কিং এর কারণে রাস্তায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো। কিছু দিন পূর্বে তা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। আজকে এখানে সৌন্দর্য বৃদ্ধিতে ও পরিবেশ সংরক্ষণে কিছু  বনজ, ফলজ ও ঔষুধি সহ লাগানো হলো, ” এই বাগান শুধু দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং অক্সিজেন সরবরাহ, বন্যপ্রাণীর আবাস, মাটি-জল সংরক্ষণ এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,