হরতাল ও মার্চ ফর ফিলিস্তিন

বরগুনা প্রতিনিধি: আজ ০৭ এপ্রিল ২০২৫ রোজ সোমবার সারা পৃথিবীর সাথে একাত্মতা পোষণ করে বরগুনাতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরগুনার ছাত্রসমাজসহ অন্যান্য সকল রাজনৈতিক দল যেমন বিএনপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও গণ অধিকার পরিষদ ইত্যাদি সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণ বরগুনাতে সমাবেশ করেন। ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত ও ক্ষতিগ্রস্ত জনগণের পক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সকল মুসলমানদের একত্রিত হয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এবং পৃথিবীব্যাপী ইজরায়েল বিরোধী গড়ে তোলা রহমান জানানো হয়। সবশেষে নিহত ব্যক্তিদের স্মরণে দেওয়া অনুষ্ঠিত হয়।