দেবীগঞ্জে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন, গায়েবি মামলা প্রত্যাহারের দাবি
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
গায়েবি মামলা প্রত্যাহার করে ও গ্রেফতার করে হয়রানি বন্ধ করার জন্য সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।
পঞ্চগড় জেলা শাখার প্রধান কার্যালয় দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের মৌমারিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২১ জানুয়ারি বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলন বক্তব্য দেন পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি।
রবিউল ইসলাম রবি বলেন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট আমরা তিন মাস সময় চেয়েছিলাম। যাতে অভিযান পরিচালনা করে ইটভাটা ভেঙে ফেলা না হয়। কারন হিসেবে আমরা বলি, পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের জেলার প্রধান কার্যালয় মৌমারীতে। এখান কার অনেক সদস্য ইটভাটার সাথে জড়িত।
গত ১৯ জানুয়ারী আমরা প্রশাসনের সরকারি কাজে বাধা দেয়নি। তারা আমাদের দাবি মেনে নিয়ে চলে যান। চলে যাওয়ার পর আমরা শুনতে পারি ১৯ জনের নামে ও ২৫০ থেকে ৩শ জনের অজ্ঞাতনামা করে মামলা করেছেন।
মামলার পরে প্রশাসনের লোক রাতের অন্ধকারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের দুইজন সদস্য ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন ও প্রচার সম্পাদক জাহেনুর ইসলামকে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়। আমরা যদি গুরুতর অপরাধ করে থাকি তাহলে আমাদের বলবেন আমরা নিজের ইচ্ছায় ধরা দিবো। আগামী জাতীয় নির্বাচনে সাধারন ভোটাররা যখন উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন তখন তারা গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, ৪৮ ঘন্টর মধ্যে যদি প্রশাসন কোন ভুমিকা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো। দিনে রাতে সকাল বিকেল প্রশাসনের লোক পোশাক পরিহিত অবস্থায় ও সিভিলে এলাকায় ঘুরাফেরা করছেন। এনিয়ে এলাকার লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করার কারনে পুরো এলাকায় পুরুষ শূন্য অবস্থায় রয়েছে। ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অনেক সদস্য গ্রেফতারের ভয়ে বাড়িতে না থেকে পালিয়ে বেড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আরমান আলী, দপ্তর সম্পাদক রবিন চন্দ্র রায়।
উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। ১৯ জানুয়ারী রাতে দেবীগঞ্জ থানায় দায়ের করা মামলাটি মামলা নম্বর ৯। মামলায় তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে। ১৯ জনকে এজাহারভুক্ত আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী করা ৩ শতাধিক।




