আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজৈর উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ নাহিদ নিয়াজ শিশির।
আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ আমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র সরকার,রাজৈর উপজেলা একাডেমিক সুপারভাইজার ননীগোপাল।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।





