সারাদেশ

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আলিঙ্গন 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের আলোচিত একটি ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝাউদি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হাওলাদারকে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার প্রকাশ্যে কাছে টেনে আলিঙ্গন করা ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি সদর উপজেলার হোগলপাতিয়া এলাকায় একটি মাহফিলে মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠতার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়। আজ (২১ জানুয়ারি) বুধবার দুপুরে এক প্রশ্নের জবাবে পুলিশ বলছে কোন আসামিকেই ছাড় দেবোনা।
স্থানীয়দের একটি অংশের দাবি, ছাত্র হত্যা মামলার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও ওই চেয়ারম্যান এখনো গ্রেপ্তার না হয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন, যা এলাকায় আতঙ্ক বাড়াচ্ছে।
স্থানীয় সচেতন মহল ও একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আবুল হাওলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। তাদের দাবি, এসব অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সচেতন নাগরিকদের ভাষ্য, “যদি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় না আনা হয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তারা সংশ্লিষ্ট ছাত্র হত্যা মামলাসহ অন্যান্য অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—এতেই কেবল সাধারণ ভোটারদের আস্থা ফিরবে বলে মনে করছেন তারা।
ছাত্র হত্যা মামলার আসামি প্রকাশ্যে কিভাবে ঘুরছে এমন প্রশ্নে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আদালতের জামিন ব্যাতীত কোন হত্যা মামলার আসামি প্রকাশে ঘোরাঘুরি করার সুযোগ নেই। আমাদের টীম কাজ করছে, আমরা শিগগিরই সকল আসামীদের আটক করতে সক্ষম হবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,