নারী শিক্ষার্থীকে উত্তক্ত করার ঘটনা ভিন্নখাতে : হামলার শিকার আটক শিক্ষকের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী বাজারের সৃজনশীল কিন্ডার গার্ডেনে প্রাইভেট পড়া নারী শিক্ষার্থীদের উত্তক্ত করার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করে আটক শিক্ষক ও শিক্ষকের আত্মীদের থানা হতে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগীরা দাবী করেন, আমরা পলাশবাড়ী আমলাগাছী বাজারে সৃজনশীল কিন্ডার গার্ডেনে প্রাইভেট পড়া শিক্ষার্থীবৃন্দ।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় এসএসসি ২০২৬ এর মেয়ে শিক্ষার্থীদের ব্যাচের প্রাইভেট চলাচলে শিবিরের কর্মী নামধারি দিপ্ত, নিশাদ, শাওন, রিয়াদ,লিয়ন,ফাহিমসহ অজ্ঞাত ১৫ / ২০ জন শিবির কর্মী আমাদের সহপাঠি শিক্ষার্থী কে প্রাইভেট সেন্টার হতে বের করার চেষ্টা করে এসময় আমাদের শিক্ষক বাধা দিলে দিপ্ত গং এর শিবির কর্মীরা আমাদের শিক্ষক চঞ্চল স্যারকে শারীরিক ভাবে নির্মম প্রহর করে। এসময় আমরা আতঙ্কিত হয়ে জরুরী সেবা নাম্বার ৯৯৯ কল করে বিষয়টি অবগত করলেও কোন আইন সহায়তা পাইনি। পরে হামলাকারি দিপ্ত গং কে স্থানীয় গণধোলাই দিলে তারা পালিয়ে যায়, এরপরে উক্ত স্থানে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে উভয়পক্ষ হাসপাতালে চিকিৎসা গ্রহনে আসলে এঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি মিথ্যা নাটক সাজিয়ে আমাদের শিক্ষিকসহ তার আত্মীয় স্বজনকে মারধর করে থানা পুলিশ হাতে তুলে দেয়। মিথ্যা অভিযোগে আমাদের শিক্ষক চঞ্চল স্যারসহ ৩ জন কে থানায় আটকে রাখে। আমার উপরোক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারি দিপ্ত গং এর চিহৃিন্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি। এবং আমাদের শিক্ষক কে এই মুহুর্তে থানা হতে ছেড়ে দেওয়ার জোড় দাবী জানাচ্ছি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার দাবী জানাচ্ছি এ ঘটনায় আমরা সকলে স্বাক্ষী দেওযার জন্য প্রস্তুত রয়েছি।
এ সংবাদ সম্মেলনের এসময় প্রায় শিক্ষার্থীজন নারী শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে থানার সামনে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী নারী শিক্ষার্থী ও অভিভাবকগণ।
উল্লেখ্য, নারী শিক্ষার্থীদের উত্তক্ত করার ঘটনা ঢাকার চেষ্টায় মিথ্যা নাটক সাজিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির করায় উপজেলার সচেতন মহলের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলমান রয়েছে।




