পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার সকালে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি সরকার হায়দার।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি কালবেলা ও
বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় কর্মশালা। সভার শুরুতেই বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষে তিনি কর্মশালার উদ্ধোধন ঘোষনা করেন।
এখনটিভি ও কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ল্যুফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিজয়টিভি রুপালী বাংলাদেশের প্রতিনিধি ইনসান সাগরেদ, প্রেসক্লাবের সহ সভাপতি
নাগরিক টিভি সকালের সময়ের জেলা প্রতিনিধি সাইদুজ্জামান রেজা। প্রেসক্লাবের স্থায়ী পরিষদের সদস্য চ্যানেল২৪ টিভি ও আমারদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ হোসেন রায়হান। সাংগঠনিক দক্ষতার উপরে বক্তব্য দেন
পঞ্চগড় প্রেসক্লাবের স্থায়ী পরিষদের সদস্য সাবেক সভাপতি চ্যানেল আই টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার এ রহমান মুকুল। ভাষা, সৌন্দর্য কৌশল বিষয়ে বক্তব্য দেন প্রেসক্লাবের স্থায়ী পরিষদের সদস্য যুগান্তরের জেলা প্রতিনিধি এসএ মাহমুদ সেলিম। সংবাদ লেখার কলা কৌশল ও বুনিয়াদি বিষয়ের উপর আলোচনা করেন পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান কমিটির সহ সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সমকালের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক।
কৃষি, প্রকৃতি বিষয়ের উপর বক্তব্য দেন পঞ্চগড়
প্রেসক্লাবের সহ সভাপতি আজকালের খবর ও করতোয়ার জেলা প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম। সাংবাদিকদের আচরনগত দিক দিয়ে বক্তব্য দেন প্রথমআলোর জেলা প্রতিনিধি রাজিউর রহমান রাজু। টেলিভিশন সাংবাদিকতা নিয়ে কালেরকন্ঠ এখনটিভির জেলা প্রতিনিধি ল্যুফর রহমান আলোচনা করেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সকল প্রিন্ট, অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে প্রশিক্ষন গ্রহন করেন।
কর্মশালা শেষে সাংবাদিকরা প্রেসক্লাবের সমস্যা, সম্ভাবনা নিয়ে গ্রূপ ভিত্তিক আলোচনায় অংশ নেন।





