সিরাজগঞ্জে আলোচিত ডাকাতি ও অটো চুরি মামলার রহস্য উদ্ঘাটন, শিশুসহ গ্রেফতার ১০
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর থানার আলোচিত ডাকাতি ও অটো চুরি মামলার রহস্য উদ্ঘাটন করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। পৃথক অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, লুণ্ঠিত ২টি মোবাইল ফোন, একটি ব্যাটারিচালিত অটো রিকশা উদ্ধারসহ একজন শিশুসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. জামিল সরকারের বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ এবং পরে সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৯৩ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন এবং স্বর্ণ ও রূপার অলংকার লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী জামিল সরকার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি সলংগা ও উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজন শিশুসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হলুদ রংয়ের মিনি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৬-২১৬১) ও লুণ্ঠিত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে জানা যায়, অপর তিনজন আসামিকে বগুড়া জেলার শেরপুর থানা পুলিশ অন্য একটি মামলায় গ্রেফতার করেছে। পরবর্তীতে তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, গত ২৮ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে সদর থানাধীন শিয়ালকোল ইউনিয়নের এলজিইডি অফিসের সামনে থেকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার পাঁচবাড়ীয় গ্রামের মো. আলম ছেলে মো. আরিফুল ইসলাম (১৭) মালিকানাধীন একটি নীল রংয়ের ব্যাটারিচালিত ডয়োডো ইজি বাইক (মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা) যাত্রীবেশে আসা অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি নাটোরের সিংড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া অটো রিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-মো. রাশেদুল ইসলাম (৩৫), মো. শাকিব (২৬), মো. সাগর আলী ওরফে নুর মোহাম্মদ (৪৫), মো. জহুরুল ইসলাম (৪৫) ও মো. আনোয়ার হোসেন (৫০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উভয় মামলায় গ্রেফতারকৃতরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপরাধীদের নেটওয়ার্ক চিহ্নিত করে বাকি আসামিদের গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।





